Mobile Apps Development
Mobile Apps বলতে Android, I-Phone এবং Windows ফোন এ যে সকল Application গুলো ব্যাবহার হয় সেগুলো কে বুঝায়। Android Operating System চালিত মোবাইল ফোনের জনপ্রিয়তা এখন আকাশ্চুম্বি।আর সাথে সাথে বাড়ছে বিভিন্ন Apps এর চাহিদাও। অন্য যে কোনো Operating System এর ফোনের চেয়ে Android Operating System এর ফোনেই আগ্রহী হচ্ছেন মোবাইল ব্যবহারকারীরা। আর তাই বোঝায় যায় যে, বর্তমানে Android ফোন ই সর্বাধিক ব্যাবহৃত মোবাইল Operating System.
Open Source Operating System
Open Source হচ্ছে যে উৎস থেকে আমরা বিনামূল্যে কম্পিউটারের প্রয়োজনীয় tools যেমনঃ software, operating system ইত্যাদি ব্যবহার করতে পারি। Operating System হলো যে সকল সফ্টওয়ার বা Application এর দ্বারা কম্পিউটার বা কোন ডিভাইস operate বা চালানো হয়। সুতরাং বিনামূল্যে যে সব Operating Systemপাওয়া যায় সে সব Operating System কে বলা হয় Open Source Operating System।
Open Source Operating System ই হলো Android Operating System এর জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারন. আর তাই আমরা বিনামূল্যে এই অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে পারছি। এছাড়া Google Apps Store এর মাধ্যমেও পাওয়া যাচ্ছে বিনামূল্যে বিভিন্ন Apps ও Games. আর তাই বর্তমানে বেশীরভাগ কোম্পানিগুলো তাদের Website এর পাশাপাশি Android Apps তৈরী করাচ্ছেন যাতে ব্যাবহারকারীরা সহজেই তাদের service পেতে পারেন। আর এই Apps গুলো Develop বা তৈরী হচ্ছে বিভিন্ন Marketplace এর Android Apps Developer দের মাধ্যমে। আর এর থেকেই বোঝা যায় যে, বর্তমানে এবং ভবিষ্যতে Android Apps Developer হিসেবে প্রচুর কাজের সুযোগ রয়েছে।