MikroTik

MikroTik

MikroTik Router এর উল্লেখযোগ্য ফিচার আলোচনা শুরু করার পূর্বে MikroTik বিষয়ে জানা দরকার। এই বিষয়ে ধারণা থাকলে বা সাধারণ আলোচনা করে নিলে  পরবর্তী বিষয়গুলো আমাদের বুঝতে সহজ হবে আশা করছি।

MikroTik কি?

MikroTik হল একটি Brand Name। এটি একটি Linux Based Router operating system. এই Router operating system দিয়ে আপনি আপনার PC টিকে MikroTik Router বানিয়ে নিতে পারেন। আবার বাজারে বিভিন্ন মডেল এর MikroTik Router Board কিনতে পাওয়া যায়। যেমনঃ RouterBOARD 450, RouterBOARD 450G, RouterBOARD 750GL, RouterBOARD RB 1100AH.

MikroTik Router হল একটি Intelligent Router. MikroTik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায়। কিন্তু এর পাশাপাশি MikroTik এর বেশ কিছু ফিচার এর কারনে এটা দিয়ে Network Administration এর কাজও করা যায়।

MikroTik Router এর উল্লেখযোগ্য ফিচার সমূহঃ

  • DHCP Server হিসেবে Configure করা যায়। যেভাবে সাধারণ Broadband Router কাজ করে।
  • Network এর সব গুলি IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন Service এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি।
  • Web proxy হিসেবে Configure করা যায়। Web proxy দিয়ে বিভিন্ন Web Site Block করা যায়।
  • একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যাবহার করার জন্য Load Balance করা যায়।
  • একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায় (একটি Dowm হলে অন্যটি Automatic Up হয়ে যায়)।
  • PPPOE Server হিসেবে Configure করা যায়। যার মাধ্যমে Broadband Dialer Internet Service প্রদান করা সম্ভব।
  • PPPOE Client হিসেবে configure করা যায়। যার মাধ্যমে BTCL ও অন্যান্য Broadband Internet Service ব্যাবহার করা সম্ভব।
  • VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়।
  • Advance firewall configure করা যায়।

আমাদের অন্যান্য Course এবং Schedule সম্পর্কে জানতে Visit করুনঃ
New Vision Information Technology