CCNA কি?

Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। CCNA course টি মূলত Cisco Brand এর Router Device configure ও Computer Network Technology সম্পর্কে জানতে সহযোগিতা করে থাকে ।Cisco Company এই CCNA course টি চালু করে । এটি একটি বিশেষ ধরনের Networking Course. চাকরির Promotion ও Job enrichment এ IT Certification এর বিকল্প নেই । যারা Networking সম্পর্কে জানতে আগ্রহী এবং Networking কে পেশা হিসাবে নিতে চান তারা Basic Network Concept থাকলে CCNA course টি শুরু করতে পারেন । আপনি যদি একজন Network Professional হয়ে থাকেন অথবা IT তে Network Professional হতে চান তবে CCNA Course টি বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য নতুন একটি দ্বার উম্মোচন করবে। মূল কথা হচ্ছে Course টি IT তে career গড়তে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।

What is CCNA Technology and why

What is CCNA Technology and why

CCNA করার পর আপনি যে সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেনঃ

  1. Network Fundamental
  2. Routing Protocol (RIP,EIGRP,IGRP,OSPF) and Concept
  3. Easy Subnetting
  4. Router Configure, Operate and Troubleshoot
  5. IP Routing ও LAN Switching
  6. VLANs এবং Inter VLAN Routing
  7. Access Control Lists (ACLs)
  8. Network Address Translations(NAT)

    What is CCNA Technology and why

    What is CCNA Technology and why

এছাড়াও রয়েছে আরও অনেক অনেক ফিচার।

CCNA Course টি সুষ্ঠভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের Network Down Time রোধ, Network strength ও performance বৃদ্বি এবং সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় আপনার প্রতিষ্ঠানের Network Infrastructure এ Security নির্ধারনে ও সহযোগিতা করতে পারবেন।

What is CCNA Technology and why

What is CCNA Technology and why

CCNA কোর্সটি কেন করবেন?

যারা IT তে career করতে ইচ্ছুক তারা হয়ত অবগত আছেন যে CCNA সম্পর্কে । কারণ বেশিরভাগ IT অথবা Networking এ চাকরি বিজ্ঞপ্তিতে দেখা যায় CCNA সার্টিফিকেট অত্যাবশকীয়। তাছাড়া CCNA পরীক্ষা দিয়ে আপনি দেশের বাইরেও বিভিন্ন IT অথবা Networking Job এ Apply করতে পারবেন।

What is CCNA Technology and why

What is CCNA Technology and why

আমাদের Instructor বা প্রশিক্ষকবৃন্দ শুধুমাত্র Cisco technology তে পারদর্শী এমন নয়, বরং তারা Networking এর অন্যান্য Technology নিয়ে ও প্রশিক্ষণ প্রদান করে থাকেন যা Cisco Technology’ র সাথে সম্পর্কিত। যেমনঃ MikroTik, LInux Networking, Microsoft এর MCSA, MCSE ইত্যাদি. তাই আজকের কর্মক্ষেত্রে যে real-world expertise দরকার, তা আমাদের কাছ থেকে পেতে পারেন।

What is CCNA Technology and why

What is CCNA Technology and why

Computer Network Engineer হিসাবে কাজ করার অনেকগুলো ক্ষেত্র রয়েছে। যেমনঃ ISP অথার্ৎ Internet Service Provider Company, Mobile Company, Bank, Airlines, Travel Agency, National & Multinational National company, Buying House অথার্ৎ যেখানে Computer Network আর Internet ব্যাবহার করা হয় সেখানেই রয়েছে কাজের সুযোগ । আশার কথা হলো দিনে দিনে এই কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও আপনার প্রতিষ্ঠানের IT Management, Network Administrator, System Administrator, Help Desk Technicians, IT Managers ও উপকৃত হতে পারেন।