Digital Marketing as a profession

বর্তমানে, পেশা হিসেবে Digital Marketing এর উল্লেখযোগ্য একটি ক্ষেত্র তৈরি হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশের কোম্পানিগুলোতে একজন Digital Marketer এর কাজের ক্ষেত্র যেরকম তৈরি হচ্ছে ঠিক সেভাবে Online Marketplace গুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কাজের জন্য Client – রা প্রতিনিয়ত Job Post করছেন। এছাড়াও নিজের Business এর জন্য ডিজিটাল মার্কেটিং এর সমস্ত খুঁটিনাটি জানাও অনেক গুরুত্বপূর্ণ। সীমিত বাজেটে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এখন আপনি খুব সহজ উপায়ে পৌঁছে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভোক্তার কাছে।

Digital Marketing as a profession

মার্কেটিং ছাড়া আসলে কোন পন্য ভোক্তার নিকট পৌছানো বা সহজ কথায় যদি বলি কোন পন্য বিক্রয় করা সম্ভব নয়। মার্কেটিং এর পদ্ধতি এখন অনেকটা পরিবর্তীত, পূর্বের ন্যায় ভোক্তার দ্বারে দ্বারে গিয়ে মার্কেটিং কারার প্রক্রিয়াটা এখন আর আগের মত নেই। যদিও কিছু কিছু পন্যের ক্ষেত্রে এই পদ্ধতিটি অনেক কার্যকর। মানুষের টেকনোলজি নির্ভরতা মার্কেটিং এর পদ্ধতিগত এই পরিবর্তনের পিছনে এক অনবদ্য ভুমিকা পালন করেছে। বর্তমানে বিশ্বব্যাপি অধিকাংশ মানুষ তাদের বেশীরভাগ অলস সময় ব্যায় করেন ইন্টারনেটে সেটা বিনোদনের জন্যই হোক কিংবা তার কাজের প্রয়োজনেই হোক। মানুষের এই অভ্যাসগত পরিবর্ত ন এর কারনে মার্কেটিং এর ধরণও পরিবর্তন হয়ে গেছে। মার্কেটিং এর এই পরিবর্তীত ধরণ বা রুপের নাম হলো ডিজিটাল মার্কে টিং বনার কথা হলো ধৈর্য্য সহকারে সময় ও শ্রম দিলে ডিজিটাল মার্কেটিং এ সফলতা অর্জন করা খুব সহজ এবং এর জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলেছে।