Linux:
Linux সবচেয়ে সুপরিচিত ও সর্বাধিক ব্যবহৃত Open Source Operating System. দিন দিন Linux Operating System এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। Server Operating System হিসেবে তো এর কোন তুলনাই হয়না। এমনকি অনেক ক্ষেত্রে User Operating System হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে।
বর্তমান সময়ে Linux Operating System টি Security ‘র ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তাই এককথায় আমাদের দেশে এবং বিশ্বে্র অনেক Company তে Linux Operating System দ্বারা Server Infrastructure এর কাজ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতায় আমাদের দেশে ও দেশের বাইরে Network Professional দের কাছে Linux বা RHCE জানার প্রয়োজনীয়তা ও বেড়ে চলেছে। আপনি যদি একজন Network Professional হয়ে থাকেন অথবা IT তে Network Professional হতে চান তবে Linux বা RHCE Courseটি বিভিন্নক্ষেত্রে আপনার জন্য নতুন একটি দিক উন্মোচন করবে।
LINUX Course করার পর আপনি যে সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেনঃ
▶️ Linux Operating System installing process
▶️ Access the command line
▶️ Manage local Linux users and groups
▶️ Control access to files with Linux file system permissions
▶️ Install and update software packages
▶️ Access networked attached storage with the network file system (NFS)
▶️ Manage DNS for servers
▶️ Manage WEB for servers
▶️ Configure DHCP Server
▶️ Configure MAIL Server
▶️ Manage IPv6 networking
এছাড়াও এই course টি সফলভাবে সম্পন্ন করার পর আপনি যে কোন Windows Server Infrastructure এর Network কে খুব সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী Linux Server Platform এ Divert করতে সক্ষম হবেন এবং আপনার প্রতিষ্ঠানের Network টিকে সুষ্ঠভাবে পরিচালনা ও যুগোপযোগী অধিকতর Secure ভাবে পরিচালিত করতে পারবেন।
LINUX কোর্সটির প্রয়োজন কেন?
বর্তমানে বেশিরভাগ IT অথবা Networking এর চাকরি বিজ্ঞপ্তিতে দেখা যায় Technical Training Certificate অত্যাবশ্যকীয়। তার মধ্যে Linux Training Certification অথবা Linux Online Certification খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও linux Training করার মাধ্যমে আপনারা দেশের অনেক স্বনামধন্য Company গুলোতে চাকরির জন্য Apply করতে পারবেন। দেশের বাইরে ও এই Training কে খুবই গুরুত্ব সহকারে প্রাধান্য দিয়ে থাকে।
আমাদের প্রশিক্ষকবৃন্দ শুধুমাত্র Linux Technology তে পারদর্শী এমন নয়, বরং তারা Computer এর অন্যান্য Technology নিয়েও প্রশিক্ষণ প্রদান করে থাকেন। যেমনঃ MCSA, MCSE, MikroTik, CCNA ইত্যাদি । তাই আজকের প্রতিযোগিতামুলক কর্মক্ষেত্রে Real World Experience অপরিহার্য, তা আমাদের কাছে পেতে পারেন।