Facebook Marketing কিভাবে করবেন?
Digital Marketing যারা করতে আগ্রহী, তারা ভুলে গেলে চলবে না Facebook এখন আর শুধু মাত্র যোগাযোগ করা ও Friend বানানোর জায়গা নয়।
আপনার নিজের Business সবার কাছে দ্রুত পৌছানোর জন্য Facebook মোটামুটি ভাবে সহজলভ্য ও কার্যকর একটি মাধ্যম। আমাদের দেশে প্রায় চার কোটি Facebook User রয়েছে। কীভাবে মানুষদের কাছে আপনার Page Promote করবেন, সেটা জানতে হবে। আপনার Target Group এর আগ্রহের বিষয়গুলো মাথায় রেখে Page এর Promotion না করতে পারলে মানুষ শিগ্রই মুখ ফিরিয়ে নেবে।
বিজ্ঞাপন Facebook Marketing এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে উল্টাপাল্টা বিজ্ঞাপন, Boosting আর যেমন তেমন কিছু Post করেই কিন্তু আপনার Page এর দিকে মানুষ আনা Possible না। এর জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা। আপনার Page এর Advertise যাতে লোকজনের বিরক্তির কারণ না হয় তার দিকে খেয়াল রাখতে হবে। Audience এর সাথে কার্যকর যোগাযোগ করতে হলে তাদের জন্য আকর্ষণীয় ও উপকারী তথ্য দিয়ে Page কে তুলে ধরতে হবে। আবার দেখা গেল মানসম্মত Content দেওয়ার পরও Facebook Like-Share বাড়ছে না। এর কারণ, Page এর প্রচার নিয়ে Facebook নিজের কিছু Policy আছে। সে অনুযায়ী চলতে না পারলে Facebook আপনার Page কে Audience এর Homepage এ দেখাবে না। এছাড়া Content Share করারও এমন কিছু পদ্ধতি আছে যা আপনার Page কে সর্বোচ্চ মানুষের কাছে পৌছে দেবে। আপনি জানেন কি Audience Track করার মাধ্যমে আপনার বর্তমান গ্রাহকদের মাধ্যমেই আনতে পারেন নতুন গ্রাহক? হ্যাঁ, Facebook Pixel নামের Code টি ব্যবহার করে Marketing এ আপনি আর ও সহজ ভাবে এগিয়ে যেতে পারেন।