প্রোগ্রামিং লেঙ্গুয়েজ এর শুরু
প্রযুক্তির উন্নতির সাথে সাথে কম্পিউটার প্রোগ্রামিং লেঙ্গুয়েজ এর চাহিদা ও বেড়ে চলেছে। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং লেঙ্গুয়েজ এর শুরু করার কথা বললে আমাদের আগে Programming Language এর প্রারম্ভ নিয়ে কিছু কথা বলা দরকার।
বর্তমানে বিভিন্ন রকম computer language এর প্রভাব রয়েছে প্রযুক্তিগত ক্ষেত্রে। তবে অনেকগুলো Computer Programming থাকলেও প্রায় সবগুলোর Basic নিয়ম একই।
একটি Programming Language এ Programming করতে পারলে অন্য যে কোন Language এ Programming করাটা অনেক সহজ হয়ে যায়।
অনেকগুলো Programming Language এর মধ্যে কয়েকটি জনপ্রিয় language হলো C, C++, Java, Python, Kotlin, C#, PHP, Java Script ইত্যাদি। তবে Programming Language এর মধ্যে “C” এর গুরুত্ব অন্যান্য language থেকে অনেকটাই বেশি। সকল Programming Language এর মধ্যে “C” কে Basic Language হিসেবে ধরা হয় এবং “C” programming জানা থাকলে অন্যান্য programming শেখাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর তাই “C” কে “Mother of Programming Languages” ও বলা হয়।
আমাদেরকে বুঝতে হবে, আপনার যদি Latin ভাষা জানা থাকে তবে আপানার জন্য Spanish, Italian, French বা Portuguese ভাষা শেখাটা অনেক সহজ হয়ে যাবে কারণ এ সবগুলো ভাষারই উৎপত্তি Latin ভাষা থেকে। ঠিক একইভাবে যদি আপনার “C” Language এর উপর দক্ষতা থাকে তবে “C” ভিত্তিক সকল Programming Language এ দক্ষতা অর্জন করা আপানার জন্য অনেকটুকু সহজ হয়ে যাবে এবং আপনার Programming Career হবে উপভোগ্য ও আনন্দময়।