CCNA Security Training In Chattogram

CCNA Security Training In Chattogram

CCNA Securityরাকিব এখন তার কাজের ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী কারন সম্প্রতি সে CCNA (Routing & Switching) Course টি সুষ্ঠভাবে সম্পন্ন করেছে। এখন সে জানে কিভাবে Cisco Router এবং Switch দিয়ে একটি Network কে Design এবং Implement করতে হয়।তাই অনেকটা সাহসের সাথে বুকের জমানো ভয় নামক পাথরটিকে সরিয়ে দিয়ে বিভিন্ন কোম্পানীর IT Department গুলোতে CV drop করা শুরু করলো।

এবং কিছুদিনের মধ্যেই বিভিন্ন কোম্পানী থেকে তার Interview Call আসা ও শুরু হলো। এমনই একটি কোম্পানীর Interview দেয়ার জন্য একদিন ঘর থেকে বের হয়ে সঠিক সময়ে পৌঁছাল রাকিব। তার ডাক পড়ল ৩ নম্বর এ। CCNA এর উপর সব প্রশ্নের উত্তর আত্মবিশাসের সাথে দিয়ে Interviewer কে খুশী করতে পারলে ও বিপত্তি বাধল যখন প্রশ্নকর্তা তাকে জিজ্ঞাসা করলঃ

বর্তমানে IT তে দক্ষ Network Professional হতে হলে আপনাকে অবশ্যই Network Security’র উপর জ্ঞান থাকতে হবে। CCNA Security সম্পর্কে আপনি কি জানেন বলুনঃ

CCNA Security (Course Code 210-260) সম্পর্কে জানা থাকলেও যেহেতু তার course টি করা ছিলনা, রাকিব তেমন কোন সদুত্তর দিতে পারলনা। তবে যেহেতু CCNA (Routing ও Switching) সম্পর্কে প্রতিটা প্রশ্নের উত্তর সে খুব আস্থার সাথে দিয়েছে এবং ওই Company ও Interviewee দের মধ্যে CCNA Security জানা ভাল কাউকে পাচ্ছিল না, তারা রাকিব কে Appoint করল এবং পরবর্তী দুই মাসের মধ্যে রাকিব যাতে নিজেকে CCNA Security (210-260) তে Develop করে নেয় সেই সুযোগ দিল।
এই সুযোগ কাজে লাগিয়ে রাকিব নিজেকে CCNA Security তে Develop করে নিল এবং সে এখন নিম্নোক্ত বিষয় দক্ষতার সাথে কাজ করে চলেছেঃ

1. Configure Cisco Routers for Syslog, NTP, SSH operations.
2. Configure AAA Authentication on Cisco Routers
3. Configure Extended ACLs Scenario 1
4. Configure Extended ACLs Scenario 2
5. Configure IP ACLs to Mitigate Attacks
6. Configure IPv6 ACLs
7. Configure a zone-based policy Firewall (ZPF)
8. Configure IOS Intrusion Prevention System (IPS)
9. Layer 2 Security
10. Layer 2 VLAN Security
11. Configure and verify site to site IPsec VPN using CLI
12. Configuring ASA basic settings and firewall using CLI
13. Skills integration challenge.
ভাল Remuneration Package এবং চাকুরীর প্রয়োজনীয়তার পাশাপাশি রাকিব এখন এও অনুধাবন করেছে যে, তার Career Growth এর সম্ভাবনা ও এখন অনেক বেড়ে গেছে।