Autodesk 3ds Max

3Ds Max

Autodesk 3ds Max কি ?

Autodesk 3ds Max হল একটি পেশাদারী 3d computer Graphics Program যার মাধ্যমে 3d animation, Model, Game এবং Image তৈরি করা হয়।

3ds Max এর ব্যাবহারঃ

এই Software এর মাধ্যমে 3d animation সহ টেলিভিশন এবং সিনেমার জন্য বিভিন্ন special effect তৈরি করা যায়, এবং Computer Game শিল্পে ও এর ব্যবহার সর্বাধিক।

Software টি বিভিন্ন বিখ্যাত সিনেমাতে special effect তৈরিতে ব্যবহৃত হয়েছে যেমনঃ The Another Day, Mission Impossible 2, The Mummy, Jurassic Park ইত্যাদি। Software টির সাহায্যে তৈরি কয়েকটি কম্পিউটার গেম হল Diablo 2, Hello 2, Half-Life, Mafia, Need for Speed প্রভৃতি।

এছাড়া সারা বিশ্বেই এখন আবাসন একটি বড় ব্যবসা। Land Developer থেকে Housing Company সকলেই প্রতিযোগিতা করছেন কিভাবে ক্রেতার কাছে পৌছানো যায়। কিভাবে তাদের হাতে স্বপ্নের মত ঘর তুলে দেবেন। টিভি বিজ্ঞাপনে সেই ঘর দেখাবেন। এর জন্য বিজ্ঞাপন নির্মাতারা তৈরী করছেন 3d ঘরবাড়ি। আর এ ধরনের সব কাজের জন্য 3ds Max ই এখন প্রধান হাতিয়ার।

3d Max program এর মাধ্যমে আপনি শিখতে পারবেন Modeling, shading, texture mapping, Material Creation, Lighting, Camera Setup, Basic Animation, Scene Generation & Final Rendering এবং আরো অনেক কিছু।