Affiliate Marketing কি?

Affiliate Marketing হলো অনলাইন আয়ের জনপ্রিয় একটি মাধ্যম। আপনি যদি একজন Affiliate Marketer হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে “Affiliate Marketing for Making Income” এই Course টি আপনার জন্য। এবং এই Course এর মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ Affiliate Marketer.

সহজ ভাবে বললে অন্যের Product বা Service promote করে আয় করাই হলো Affiliate Marketing. নিজের Product বা Service না থাকলেও online থেকে আয় করা যায় বলে Affiliate Marketing বিশ্বব্যাপি এতো জনপ্রিয়।
DIGITAL Affiliate Marketing হলো আপনি কোন Product বিক্রয় করতে কাউকে সাহায্য করছেন । ধরুন আপনার কিছু Product রয়েছে online ভিত্তিক বা offline যেখানেই হোক আপনাকে অন্য কেউ বিক্রয় করতে সাহায্য করল। মানে অন্য কেউ একজন আপনাকে একজন ক্রেতা খুজে দিল এবং বিনিময়ে আপনি তাকে কিছু Commission দিলেন । এই পুরো পদ্ধতিটাকেই Affiliate Marketing বলে ।

সম্ভাবনার কথা হলো পুরো পৃথিবীর প্রায় ৭৫% এর ও বেশি ই কমার্স সাইটেরই Affiliation option টি চালু আছে।  এছাড়া অনেক বড় বড় Marketplace রয়েছে যেমনঃ Clickbank, clicksure ইত্যাদি। এসব Marketplace থেকে খুব সহজেই পছন্দ মত Product খুজে বের করে কাজ করা যায়। এসব Marketplace এ বিভিন্ন ধরণের Product রয়েছে । তাছাড়া পৃথিবীর অন্যতম বড় Online E-commerce Site amazon.com এর Affiliation খুবই জনপ্রিয়।

সম্ভাবনার কথা হলো পুরো পৃথিবীর প্রায় ৭৫% এর ও বেশি ই কমার্স সাইটেরই Affiliation option টি চালু আছে। এছাড়া অনেক বড় বড় Marketplace রয়েছে যেমনঃ Clickbank, clicksure ইত্যাদি। এসব Marketplace থেকে খুব সহজেই পছন্দ মত Product খুজে বের করে কাজ করা যায়। এসব Marketplace এ বিভিন্ন ধরণের Product রয়েছে । তাছারা পৃথিবীর অন্যতম বড় Online E-commerce Site amazon.com এর Affiliation খুবই জনপ্রিয়।