Ethical Hacking কি?
সবকিছুর ভালো এবং মন্দ দুইদিকই রয়েছে, প্রযুক্তি রয়েছে তার নিজের মতো করে, কিন্তু আপনি সেটাকে ভালো কাজে লাগাবেন নাকি খারাপ কাজে সেটা আপনার উপর নির্ভর করে।
Ethical Hacker কে White Hat Hacker ও বলা হয় এবং এদের নাম শুনেই এদের কাজ আন্দাজ করা যায়। অনেকে মনে করেন, Hacking তো Hacking, সেটা খারাপ হোক আর ভালো, আর অনেকে যেকোনো Hacking’কেই অবৈধ এবং যেকোনো Hacker কেই Cyber অপরাধী মনে করেন; তাদের ধারণা ঠিক আবার ঠিক নয় দুইটাই।
তো Hacking বলতে, কোন System এর ত্রুটি বা কমতি খুঁজে বেড় করে তাতে প্রবেশ করা। তাহলে Ethical Hacking কি? — Ethical Hacking হচ্ছে, Hacker কোন System Admin বা Software Company থেকে Permission নেওয়ার পরে সেই System এর ত্রুটি চেক করতে আরম্ভ করে। সে যদি System এর Security Break করেও ফেলে তবে এটা করার জন্য তার সম্পূর্ণ অনুমতি থাকে, সে Malicious Hacker এর মতো বিনা অনুমতিতে কাজ করে না। একজন Ethical Hacker অবশ্যই যেকোনো Company বা System এর Privacy কে শ্রদ্ধা জানাবে, এবং অবশ্যই অনুমতি সাপেক্ষেই কাজ করবে। সে কাজ করার পরে, মানে System টি চেক করে যদি কোন ত্রুটি খুঁজে পায় তবে অবশ্যই সেই ত্রুটি সম্পর্কে Company কে অবগত করবে এবং Security Patch প্রদান করার মাধ্যমে System টিকে Secure সিকিউর করতে সাহায্য করবে। যে যদি কোন Back door খুঁজে পায় তবে অবশ্যই সেটা সিল করে দেবে যাতে Malicious Hacker সেটা দ্বারা প্রবেশ করে System এর কোন ক্ষতি সাধন না করতে পারে।