IT Sector এ যারা নিজেকে Network Professional হিসেবে গড়ে তুলতে আগ্রহী তাদের জন্য আমাদের Special Diploma Course “Master Network Engineer Program” (MNEP) এর পরবর্তী Batch/Session শুরু হবে আগামী ৭ই অক্টোবর, ২০১৮ থেকে।
Network Professional হিসেবে Career গঠন করতে হলে আপনাকে অবশ্যই Computer Hardware, Windows Server (MCSA/MCSE), CCNA, Linux (Red Hat), ইত্যাদি বিষয়গুলোতে যথাযথ জ্ঞান রাখতে হবে।

এই পেশায় Challenge হলো, প্রতিটা Company-ই চায় কাজের অভিজ্ঞতা অর্থাৎ আপনি ভাল কাজ পারেন কি না। ফলে এই Sector এ Career গঠন করার জন্য উপোরোক্ত বিষয়গুলোর উপর আপনার দক্ষতা থাকা আবশ্যক।

এ সকল বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে এবং যারা Practical Computer Networking, Server Administration, Security, Virtualization, Router Administration, Cyber Security নিয়ে কাজ করতে চায় তাদের জন্যই আমাদের এই দেড় বছরের বা ৪৮৫ ঘন্টার MNEP course টি Design করা হয়েছে। সহজ ভাষায় বললে, এই Course এর মাধ্যমে আপনি একটি Company’র Local Network Establish করা থেকে শুরু করে Centrally Control করতে পারবেন এবং জানবেন কিভাবে Secured ভাবে Global Network এর সাথে communicate করা যায়।

MNEP Course টি World এর Leading Network Support প্রতিষ্ঠান, যেমন Microsoft, CISCO CompTIA, Red Hat & EC Council এর মত বিভিন্ন vendor দের Certification এর উপর ভিত্তি করে design করা হয়েছে।

MNEP Course টি গড়ে ছ’মাস করে মোট তিনটি Semester এ ভাগ করা হয়েছেঃ

1st Semester: 175 Hours
• A+ Certification (Vendor – CompTia)
• Installing & Configuring Windows 10 (Vendor- Microsoft)
• Installing and Configuring Windows Server 2012 (Vendor- Microsoft)

2nd Semester: 175 Hours
• Administering Windows Server 2012 (Vendor- Microsoft)
• Configuring Advanced Windows Server 2012 Services (Vendor- Microsoft)
• Cisco Certified Network Associate/CCNA (Vendor – Cisco)

3rd Semester: 135 Hours
• Certified Ethical Hacker (Vendor- EC Council)
• MikroTik Certified Network Associate/MTCNA (Vendor- MikroTik)
• Red Hat System Administration- I (Vendor- Red Hat)
• Red Hat System Administration- II (Vendor- Red Hat)

MNEP Course এর Benefits / সুবিধা

MNEP Course টি সম্পন্ন হওয়ার পর, প্রাসঙ্গিক IT Skill বা দক্ষতার কারনে Career Opportunity অনেকাংশে বৃদ্ধি পাবে

MNEP’ র সমৃদ্ধ Course Curriculum আপনাকে যে কোন Local/Global প্রতিষ্ঠানে একজন দক্ষ Netwoirk Professional হিসেবে কাজ করার জন্য তৈরী করে তুলবে।

MNEP Course এর মাধ্যমে আপনার সুযোগ রয়েছে MCSA, RHCSA, CCNA, MTCNA & CEH এর মত Vendor Certification গুলো অর্জন করা, যা Provide করছে Microsoft, CISCO CompTIA, Red Hat & EC Council এর মত পৃথিবীর বড় বড় Network/Security Support প্রতিষ্ঠানগুলো।

INTERNEE SHIP
2nd Semester সম্পন্ন করার পর (Course চলাকালীন সময়েই) আপনি দুমাসের Internee ship এর সুযোগ পাবেন আমাদের প্রতিষ্ঠানেই যা থেকে আপনি Real Life Work Environment এর অভিজ্ঞতা পাবেন।

Prerequisites / পূর্বশর্ত:
এই course শুরু করতে হলে আপনার অবশ্যই কমপক্ষে ছ’মাসের Computer Operating এর অভিজ্ঞতা থাকতে হবে।

প্রতিটি ক্লাস তিন ঘন্টা করে, সপ্তাহে তিন দিন (এক দিন অন্তর অন্তর)

Course Fee (প্রতি Semesterএর জন্য)

Payment Structure 1:
At a time Option: Tk. 29,500/= (For each semester)

Payment Structure 2:
Installment Option
Total Price Tk. 31,500/= (For each semester)
Down Payment or 1st Installment Tk. 15,000/=
Installment 2, 3 & 4 each 5,500/= after every one month of course start date.

এই Network Professional Diploma Course এর ব্যাপারে আপনি আগ্রহী হলে এই Link এ Click করে Form টি Submit করুন।

https://goo.gl/forms/YDrd37OdTdkrgonz1

ফোনে যোগাযোগের মাধ্যমে আমরা আপনাকে আরো বিস্তারিত জানানো হবে।

অথবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
01777-586999,
031-657507, 657508, 657509, 657306.